রাগঃ ঝিঁঝিট
তালঃ একতাল
রচনাকাল (বঙ্গাব্দ):1299
রচনাকাল (খৃষ্টাব্দ): 892
স্বরলিপিকারঃ কাঙ্গালীচরণ সেন
(পঞ্চম শ্রেণি)
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।
মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে।
মহিমা তব্ উদ্ভাসিত মহা গগণ মাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে।।
আনন্দলোকে মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দর।
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে।
গ্রহতারক চন্দ্রতপন, ব্যাকুল দ্রুত বেগে,
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে।।
রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।
ধরণী’পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা-
ফুলপল্লব-গীতগন্ধ, সুন্দর বরণে।।
করুণা তব অবিশ্রাম জনমে মরণে,
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
করুণা তব্ অবিশ্রাম জনমে মরণে।
আনন্দলোকে মংগলালোকে, বিরাজ সত্য সুন্দর।
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব-
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে।।
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর লিরিক্স।
কোন মন্তব্য নেই: