নিজের হাতে কাজ কর লিরিক্স-nijer hate kaj koro

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সিলেবাসের ১৩টি গানের একটি হলো নিজের হাতে কাজ কর। এই গান শিক্ষক- শিক্ষার্থী সকলের জন্যই উপকারে আসতে পারে। এই গানটি মূলতো শ্রমের মর্যাদা সম্পর্কিত একটি গান। গানের মর্ম বুঝার সুবিধার্থে আপনার জন্য গানের লিরিক্স লিখে দিলাম। আশা করি আপনাদের ছেলে মেয়েকে গানটি শিক্ষা দিয়ে শ্রমের মর্যাদা সম্পর্কে ধারণা দিতে সক্ষম হবেন।

নিজের হাতে কাজ কর লিরিক্স-nijer hate kaj koro
 নিজের হাতে কাজ করো

কথা ও সুরঃ আব্দুল লতিফ

গেয়েছেনঃ হেনা রানী দাস
তালঃ কাহারবা


নিজের হাতে কাজ করো
কাজ তো ঘৃণার নয়
কাজের মাঝে হয় মানুষের
সত্য পরিচয়।

কাজকে ঘৃণা করে যারা
সুনাম কভু পায় না তারা
কাজ করে তাই অনেক মানুষ
নামি দামি হয়।

খোদার হাবিব মোদের নবি
কাজ করে নিজ হাতে
শ্রমের মর্যাদা দিতেন
সন্দেহ নেই তাতে।

মানুষ তো অমর ভবে
কাজটা শুধুই বেঁচে রবে
কাজের মাঝে মরেও মানুষ
অমর জগৎময়।

****************************************************

নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©
নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা। (২) কাজ করে তাই অনেক মানুষ, নামি দামি হয়। খোদার হাবিব মোদের নবি কাজ করে নিজ হাতে শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নেই তাতে।। মানুষ তো অমর ভবে কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে মরেও অমর জগৎময়।।

Read more at: https://mybdlyric.blogspot.com/2020/06/nijer-hate-kaz-koro-song-and-lyric.html
Copyright ©

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.