হায়রে আমার মন মাতানো-hayre amar mon matano desh

 

হায়রে আমার মন মাতানো-hayre amar mon matano desh
দেশ আমার প্রেম , দেশ আমার আপন ঠিকানা, দেশ যে আমার প্রাণ। দেশের গানেই যেন মন ভরে যায়, দেশই যেন আমার গান। "হায় রে আমার মন মাতানো দেশ" গানটি শুনলেই যেন দেশের প্রতি ভালবাসা আরও অনেক অনেক গুণে বেড়ে যায়।

হায় রে আমার মন মাতানো দেশ

ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সাবিনা ইয়াসমিন

হায় রে আমার মন মাতানো দেশ,
হায় রে আমার সোনা ফলা মাটি।
রূপ দেখে-তোর কেন-আমার নয়ন-ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না।।

যখন তোর ওই গাঁয়ের ঘরে
ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে।
হংস মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোটা তলতলে ওই পুকুরে।

নয়ন পাখি দিশা হারায়
প্রজাপতির পাখায় হারায়
তাদের কথা মনে ধরে না।।

যখন তোর ওই আকাশ নীলে
পাল তুলে যায়, সাত সাগরের পশরা।
নদীর বুকে হাতছানি দেয়,
লক্ষ ছেলে, মানিক-জ্বালা ইশারা।

হায় রে আমার বুকের মাঝে,
হাজার তারের বীণা বাজে
অবাক চোখে, পলক পড়ে না।।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.