স্বাধীনতা বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় গান। গানটি যেন স্বাধীনতার চিরন্তন সত্যের বার্তা বয়ে এনেছে সেই কথাই ফুটে ওঠেছে। গান শুনলে যেন দেশের কথা, দেশের দামাল ছেলেদের কথা, প্রবীনদের কথা অঝোরে মনে পরে যায়, যারা নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছিল তাদের তাজা প্রাণ। সুপ্রিয় বন্ধুগন আজ আপনাদের মাঝে আবারও একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলাম।
স্বাধীনতা ।। কালের লিখন
ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ কালের লিখন
সুরকারঃ বাউল এম হোসাইন
গেয়েছেনঃ বাউল এম হোসাইন
অ্যালবামঃ অজ্ঞাত
তুমি নয় মাস ছিলে মাতৃগর্ভে
মুজিব তোমার পিতা,
রক্ত দিয়ে পেয়েছি তোমায়,
বাংলার স্বাধীনতা।।
কৃষক শ্রমিক নারী পুরুষ মিলে,
মুক্তি যুদ্ধে গেলো দলে দলে,
যায়নি সেই ত্যাগ বিফলে,
মুক্ত হলো বঙ্গমাতা।।
পরাধীনতার গ্লানি মুছে দিয়ে,
নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে,
শপথ নিলো জমিন ছুঁয়ে
পূর্ণ হলো আকুলতা।।
বাবার চোখে দেশের ভালোবাসা,
মায়ের বুকে ফসলের প্রত্যাশা,
লিখন বলে থাকলে আশা,
নিশ্চিত আসে সফলতা।।
**************************************************************8
কোন মন্তব্য নেই: