"এ ব্যাথা কি যে ব্যাথা" গানটি সর্বপ্রথম গাওয়া হয়েছিল ধন্যি মেয়ে ছায়াছবিতে(১৯৭১) সালে। গানটির সুরকার হলেন নচিকেতা ঘোষ ও কন্ঠ দিয়েছেন কাল্যাণসুন্দর এবং গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।
এ ব্যাথা কি যে ব্যাথা
সিনেমাঃ ধন্যি মেয়ে (১৯৭১)
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠ - কল্যাণসুন্দর
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
এ ব্যাথা-কি-যে-ব্যাথা-বোঝে-কি-আনজনে
এ ব্যাথা-কি-যে-ব্যাথা-বোঝে-কি-আনজনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে,
একে তো ফাগুন মাস দারুন এ সময়
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়।
এ ব্যাথা-কি-যে-ব্যাথা-বোঝে-কি-আনজনে
এ ব্যাথা-কি-যে-ব্যাথা-বোঝে-কি-আনজনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে,
একে তো ফাগুন মাস দারুন এ সময়।
অঙ্গে চোট পেলে, সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার,
অঙ্গে চোট পেলে, সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার,
মরমে চোট পেলে সারেনা এ জীবনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে,
একে তো ফাগুন মাস দারুন এ সময়
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়।
বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়,
বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়,
এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে,
একে তো ফাগুন মাস দারুন এ সময়
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়,
কি জানি কি হয়, কি জানি কি হয়।
**************************************************৮
কোন মন্তব্য নেই: