আসি বলে গেল বন্ধু-asi bole gelo bondhu

বাইল সম্রাট শাহ আব্দুল করিম (১৯১৬-২০০৯) বিখ্যাত বাংলা সংগীতের বাউল সম্রাট খ্যাত। তিনি বাংলা সংগীতে প্রায় ৫০০ 'র গান সুর করেছেন। যা তাকে আজও আমাদের মাঝে অন্যন্য উচ্চতায় আসিন করে রেখেছে। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসি বলে গেল বন্ধু-asi bole gelo bondhu
 আসি বলে গেল বন্ধু আইলো না

কথা ও সুরঃ বাউল সম্রাট শাহ আব্দুল করিম


আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না

যাইবার কালে সোনা বন্ধ
নয়ন তুলে চাইলো না
যাইবার কালে সোনা বন্ধ
নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না

আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম

আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থুইলাম
বন্ধু এসে খাইলো না
বাটাতে পান সাজাই থুইলাম
বন্ধু এসে খাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না

সুজন বন্ধুরে ছাইড়া
মনে বড় ব্যথা পাইয়া

সুজন বন্ধুরে ছাইড়া
মনে বড় ব্যথা পাইয়া
আমি শুধু তার গান
সে আমার গান গাইলো না
আমি শুধু তার গান
সে আমার গান গাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না

আব্দুল করিম চিন্তা করে
এই আশাতে যাবো মরে

আব্দুল করিম চিন্তা করে
এই আশাতে যাবো মরে
আসে যদি মরণের পরে
আমারে তো পাইলো না
আসে যদি মরণের পরে
আমারে তো পাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না
 
 
আরও দেখুন

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.