কোন মেস্তরি নাও বানাইলো-kon mestori nao banailo

 

কোন মেস্তরি নাও বানাইলো | Kon Mestori Nao Banailo - গানটি গেয়েছেন শাহ আব্দুল করিম। এটি কালনীর ঢেউ | (সারি গান) গান নং: ৬৮নং এর অন্তর্ভুক্ত। শাহ আবদুল করিম (কালনীর ঢেউ) রচনাসমগ্র.....।

 
কোন মেস্তরি নাও বানাইলো-kon mestori nao banailo

     কোন মিস্তরি নাও বানাইলো

      গীতিকার ও সুরকারঃ  শাহ আবদুল করিম

কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।

চন্দ্র-সূর্য বান্ধা আছে নাওয়েরই আগায়
দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।

রঙ-বেরঙের যতো নৌকা ভবের তলায় আয়
রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।

জারি গায়ে ভাটি বায়ে করতাল বাজায়
মদন মাঝি বড়ই পাজি কতো নাও ডুবায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।

হারা-জিতা-ছুবের বেলা কার পানে কে চায়
পাছের মাঝি হাল ধরিয়ো ঈমানের বৈঠায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।

বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়
কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।

****************************************************************

 

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.