ও গানওয়ালা আরেকটা গান-o gaanwala arekta gaan

 মানুষ চাইলেও তার শৈশবকে ফিরে পেতে পারে না। অথচ শৈশবের কত স্মৃতিই না আমাদের ডেকে বেড়ায়। সুপ্রিয় বন্ধু গন আজ আপনাদের মাঝে সেরকমই একটি গান তুলে ধরতে যাচ্ছি। গানটির শিরোনাম "ও গানওয়াল আর একটা গান গাও" গানটি গেয়েছেন ভারতের বিখ্যাত শিল্পী কবির সুমন।


ও গানওয়ালা আরেকটা গান-o gaanwala arekta gaan
ও গানওয়াল আর একটা গান গাও

ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ কবীর সুমন
অ্যালবামঃ রঞ্জনা আমি আর আসবো না

ও গানওয়াল আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই ……

ছেলেবেলার সেই , ছেলেবেলার সেই
বেহালা-বাজানো-লোকটা-চলে-গেছে-বেহালা-নিয়েই
চলে গেছে গান শুনিয়েই …

এই পালটানো সময়েই , এই পালটানো সময়েই
সে ফিরবে কি ফিরবে না জানা নেই

ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই …

কৈশোর-শেষ-হওয়া-কৈশোর-শেষ-হওয়া ,
রঙ চঙ্গে স্বপ্নের দিন
চলে-গেছে-রঙ-হারিয়ে-চলে-গেছে-মুখ-ফিরিয়েই
এই ফটাকাবাজির দেশে , এই ফটাকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেইইই…

ও গানওয়াল আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই ,,,,
*******************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.