সোনারও পালঙ্কের ঘরে" গানটির গীতিকার ও সুরকার হলেন কাজী কৃষ্ণকলি ইসলাম । আর গানটি গেয়েছেন কাজী কৃষ্ণকলি ইসলাম ও চন্দনা মজুমদার। উক্ত গানটি ২০১০ সালে বাংলাদেশে তথা বিশ্বের বিভিন্ন দেশে সারা ফালানো " মনপুরা " ছায়াছবিতে সর্বপ্রথম টিউন করা হয়।
সোনারও পালঙ্কের ঘরে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ কাজী কৃষ্ণকলি ইসলাম
সুরকারঃ কাজী কৃষ্ণকলি ইসলাম
গেয়েছেনঃ কাজী কৃষ্ণকলি ইসলাম, চন্দনা মজুমদার
অ্যালবামঃ মনপুরা
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা ।।
যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।
******************************************************************
কোন মন্তব্য নেই: