কেন দূরে থাক-keno dure thako song lyrics

 বাংলা চলচিত্রের অসংখ্য কালেকশন থেকে আজ আপনাদের মাঝে হেমন্ত মুখোপাধ্যায় এর বিখ্যাত বাংলা গান "কেন দূরে থাক তুমি আড়ালে ডাক" গানটি তুলে ধরলাম। আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে।


কেন দূরে থাক-keno dure thako song lyrics
কেন দূরে থাক শুধু আড়াল রাখ

গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ শেষ পর্যন্ত

কেন দূরে থাক
শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক?
কেন দূরে থাক?

মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙ্গো না কো

ভাবে মাধুরী সুরভী তার বিলায়ে
যাবে মধুপের সুরে সুর মিলায়ে

তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো।

****************************************************************

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.