বাংলা চলচিত্রের অসংখ্য কালেকশন থেকে আজ আপনাদের মাঝে হেমন্ত মুখোপাধ্যায় এর বিখ্যাত বাংলা গান "কেন দূরে থাক তুমি আড়ালে ডাক" গানটি তুলে ধরলাম। আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে।
কেন দূরে থাক শুধু আড়াল রাখ
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ শেষ পর্যন্ত
কেন দূরে থাক
শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক?
কেন দূরে থাক?
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙ্গো না কো
ভাবে মাধুরী সুরভী তার বিলায়ে
যাবে মধুপের সুরে সুর মিলায়ে
তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো।
****************************************************************
কোন মন্তব্য নেই: