বাংলার মানুষের কাছে এক সময় যে গান গুলো প্রায় সবার মুখে মুখেই গেয়ে ওঠতো আজ আপনাদের মাঝে সেরকমই একটি গান তুলে ধরলাম। গানটি গেয়েছে বাংলাদেশের বিখ্যাত অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ সংগ্রহ
সুরকারঃ সংগ্রহ
গেয়েছেনঃ ফজলুর রহমান বাবু
অ্যালবামঃ মনপুরা
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।।
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।।
************************************************************
কোন মন্তব্য নেই: