বারী সিদ্দিকী (১৫ নভেম্বর ১৯৫৪ - ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তার গাওয়া বিখ্যাত গান গুলোর কয়েকটি হলো 'চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, ওগো ভাবিজান নাউ বাওয়া, মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ বারী সিদ্দিকী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয় , , ,
নিঠুর বন্ধুরে এ এ
বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষি কেউ ছিল না সে সময়
ও হো-বন্ধুরে-এ-এ , , , ,
সাক্ষি শুধু চন্দ্র তারা
একদিন-তুমি-পড়বে-ধরা-রে-এ-এ-বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয় রে এ বন্ধু
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয়
নিঠুর বন্ধুরে এ এ
দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিন ও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয়
অ হো বন্ধুরে, , , ,
মিছা মিছি আশা দিয়া
কেনো বা প্রেম শিখাইলা বন্ধু
দূরে-থাকা-উচিত-কি-আর-হয়-রে-বন্ধু
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয়
********************************
[আরো কিছু লাইন ছিল]
পাষাণ বন্ধুরে এ এ
বিচ্ছেদের বাজারে গিয়া
তুমার প্রেম বিক্কি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয়
কোকিলের হয়েছে জানা আ আ আ
কেবল ই চোরের কারখানা রে এ বন্ধু
চোরে চোরে দেওয়ালা হয় রে,
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয়।
কোন মন্তব্য নেই: