আকাশের হাতে আছে একরাশ নীল লিরিক্স- akasher hate ache ekrash nil

 


আকাশের হাতে আছে একরাশ নীল
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
গেয়েছেনঃ আঞ্জুমান আরা বেগম
অ্যালবামঃ আয়না অবশিষ্ট(চলচ্চিত্র)
 

আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।

আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।

আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।

বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
আমার এ দুয়ার হল বন্দ।

আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।

ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।

বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।

বলি বলি করে তবু বলা হল না।
বলি বলি করে তবু বলা হল না।
যানিনা কীসে এতো দন্দ।

আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।


 

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.