আমার গোপন ব্যথার মাঝে
লতা মঙ্গেশকর
আমার গোপন ব্যথার মাঝে তোমায় খুঁজে পাই
আলোর বাঁশি বাজলে আমি তোমারে হারাই।
তোমারে হারাই।।
তুমি কেবল দুখের রাতে
থাকো আমার মনের সাথে
তাই তো আমি এমন করে
তোমায় কাছে চাই।
তোমায় কাছে চাই।।
আমার গোপন ব্যথার মাঝে তোমায় খুঁজে পাই।
তুমি আমার নিবিড় রাতের স্বপ্ন
তোমায় নিয়ে এ মন আমার আপন খেলায় মগ্ন।
তুমি আমার নিবিড় রাতের স্বপ্ন
তোমায় নিয়ে এ মন আমার আপন খেলায় মগ্ন।
ফাগুনে নয় শ্রাবণ দিনে
তাই তো এলাম এ পথ দিয়ে
চোখের জলের খেয়ায় ভেসে
তোমার কাছে যাই।
তোমার কাছে যাই।।
আমার গোপন ব্যথার মাঝে তোমায় খুঁজে পাই
আলোর বাঁশি বাজলে আমি তোমারে হারাই।
তোমারে হারাই।।
কোন মন্তব্য নেই: