আমি বাংলায় গান গাই-ami banglay gan gai

 বাংলাদেশের প্রখ্যাত লেখক, গীতিকার, সংগীত শিল্পী প্রতূল মুখোপাধ্যায় "আমি বাংলায় গান গাই " গানটি লিখেছেন ও সুর করেছেন। যা আপনাদের মাঝে তুলে ধরা হলো।

আমি বাংলায় গান গাই-ami banglay gan gai

আমি বাংলায় গান গাই

গীতিকারঃ প্রতূল মুখোপাধ্যায়
সুরকারঃ প্রতূল মুখোপাধ্যায়
গেয়েছেনঃ মাহমুদুজ্জামান বাবু
অ্যালবামঃ চোখ ভেসে যায় জলে



আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..

আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..

আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।

আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায়, পদ্মায়।

বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..

ইংরেজি লিরিক্সঃ
Ami Banglay Gaan Gai
Ami Banglar Gaan Gai
Ami Amar Amike Chirodin
Ei Banglay Khuje Paai
Ami banglay dekhi shopno
Ami banglay badhi sur
Ami ei banglar maya bhora pothe,
hetechi eto ta dur
Bangla amar jibonananda
Bangla praner sukh
Ami ekbar dekhi baar baar dekhi
Dekhi banglar mukh
Ami Banglay Kotha Koi
Ami Banglar Kotha Koi
Ami Banglay Bhashi
Banglai Hashi, Banglay Jege Roi
Ami Banglay Gan Gai
Ami Banglar Gan Gai

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.