আমি তোমার প্রেমে হব-ami tomar preme hobo

                                              

"আমি তোমার প্রেমে হব" এটি একটি রবীন্দ্র সংগীত। গানটির কথা ও সুর করেছেন বিশ্ব কবি , লেখক, গায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। তার অসংখ্য গানের মধ্যে এটি একটি জনপ্রিয় গান।

  
আমি তোমার প্রেমে হব-ami tomar preme hobo

আমি তোমার প্রেমে হব।

ধরনঃ রবীন্দ্র সংগীত
লিরিক্সঃ রবীন্দ্রনাথ ঠাকুর
পর্যায়ঃ প্রেম একাত্তর
উপ পর্যায়ঃ জায়প্রেম বিচিত্রা
রাগঃ বইরবি,-তালঃ দাদরা


আমি তোমার প্রেমে হব সবার
কলঙ্কভাগী,
আমি তোমার প্রেমে হব সবার
কলঙ্কভাগী,
আমি সকল দাগে হব দাগি
কলঙ্কভাগী,
আমি তোমার প্রেমে হবো সবার
কলঙ্কভাগী।।

তোমার পথের কাঁটা করবো চয়ন
সেথায় তোমার ধুলার শয়ন,
তোমার পথের কাঁটা করবো চয়ন
সেথায় তোমার ধুলার শয়ন,
সেথায় আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী,
কলঙ্কভাগী।।

আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াবোনা বিধান মেনে,
শুচি-আসন টেনে টেনে
বেড়াবোনা বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগি,
কলঙ্কভাগী।

আমি তোমার প্রেমে হবো সবার
কলঙ্কভাগী,
আমি সকল দাগে হবো দাগি
কলঙ্কভাগী,
আমি তোমার প্রেমে হবো সবার

কলঙ্কভাগী।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.