বধূ কোন আলো লাগলো চোখে
ধরনঃ রবীন্দ্র সংগীত
লিরিচিস্টঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেনঃ অরন্দতি হলমে চৌধুরী
বধূ কোন আলো লাগলো
লাগলো চোখে,
লাগলো চোখে বধূ,
কোন আলো লাগলো, লাগলো চোখে।
বধূ কোন আলো লাগলো চোখে,
বধূ কোন আলো লাগলো চোখে
বুঝি দিপ্তি রুপে ছিলে সূর্য লোকে..
বঁধূ কোন আলো লাগলো চোখে।
ছিলো মনও তোমারি প্রতিক্ষা করি
যুগে যুগে দিন ও রাত্রি ধরি,
ছিলো মর্ম বেদনাঘন অন্ধকারে
জন্ম জন্ম গেল বিরহ শোকে..
বঁধু কোন আলো লাগলো চোখে।
অস্ফুট মঞ্জরী কুঞ্জবনে
সঙ্গীত শূন্য বিষন্ন মনে কুঞ্জবনে,
অস্ফুট মঞ্জরী কুঞ্জবনে
সঙ্গীত শূন্য বিষন্ন মনে,
সঙ্গীরিক্ত চির দুঃখরাতি
পোহাবো কি নির্জনে শয়ন পাতি,
সুন্দর হে, সুন্দর হে
বরমাল্যখানি তব আনো বহে,
তুমি আনো বহে,
অবগুন্ঠনো ছায়া ঘুচায়ে দিয়ে
হ্যারো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে..
বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে
লাগলো চোখে বধূ,
কোন আলো লাগলো, লাগলো চোখে।
বধূ কোন আলো লাগলো লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত :
Bodhu kon aalo laaglo chokhe
Badhu kon alo laaglo chokhe
Bujhi dipti rupe chile surjo loke
Chilo mon tomari protikkha kori
Juge juge din o raatri dhori
Chilo mormo bedonaghono ondhokare
Jonmo jonmo gelo biroho shoke
কোন মন্তব্য নেই: