গ্রামছাড়া ওই রাঙা মাটির-gram chara oi ranga matir

 
গ্রামছাড়া ওই রাঙা মাটির-gram chara oi ranga matir

কখনো কী রাঙ্গা মাটি গিয়াছেন? না গেলে আমাদের সবাইকে যাওয়া উচিত। বাংলাদেশটা যে কত সুন্দর না ঘুরলে বুঝা যাবে না। রাঙ্গা মাটির পথ আসলেই গ্রাম ছাড়া। কত সুন্দর, কত শত উচু পাহাড়, নিবিড় পরিবেশ, আলোয় ছাওয়ায় ঘেরা এক নির্মল পরিবেশ। কতই না ভালো লাগে।

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গেয়েছেনঃ চুরুস
এ্যালবাম ডাইঃ প্রণভ স্বপন

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে

ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে

ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে... 

*************************

                           

1 টি মন্তব্য:

  1. গ্রাম ছাড়া অই রাঙা মাটির পথ সত্যিই গানটি শুনলে মন জুরিয়ে যায়।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.