স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
স্বাধীনতা এক সূর্য জাগানো দিন
প্রতি প্রানে তাই বাংলাদেশের স্বাধীনতা আমলিন।।
কাঁটার আঘাত পায়ে পায়ে ছিল কত
তবু শংকায় ছিল না হৃদয়ে নত
ফুটিবে এখনি ভেবে ভেবে ছিল
জোয়ারে দোলানো দিন।।
আধার ভুবনে ছিল বিপরীত মানা
তবু সকালে ঠিকানা ছিল তো জানা
জ্বলবে এ আলো ভেবে ভেবে ছিল
চেতনা জাগানো দিন।।
কোন মন্তব্য নেই: