স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন - sadhinota ek golap fotano din

 

 স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ রুনা লায়লা
অ্যালবামঃ অজ্ঞাত

 

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
স্বাধীনতা এক সূর্য জাগানো দিন
প্রতি প্রানে তাই বাংলাদেশের স্বাধীনতা আমলিন।।

কাঁটার আঘাত পায়ে পায়ে ছিল কত
তবু শংকায় ছিল না হৃদয়ে নত
ফুটিবে এখনি ভেবে ভেবে ছিল
জোয়ারে দোলানো দিন।।

আধার ভুবনে ছিল বিপরীত মানা
তবু সকালে ঠিকানা ছিল তো জানা
জ্বলবে এ আলো ভেবে ভেবে ছিল
চেতনা জাগানো দিন।।

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.