বাংলা গানের রুপক ধর্মী গানের কথা যদি বলি তাহলে ফকির লালন শাহ এর গানের কথা গুলো না বললেই নয়। ফকির লালন শাহ (১৭ ই অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি সাধক। যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।
সময় গেলে সাধন হবে না
কথা ও সুরঃ লালন শাহ
গেয়েছেনঃ ফরিদা পারভিন
এ্যালবামঃ অজ্ঞাত
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে,
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয়- বীজের জোরে- ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালোন বলে তাহার সময়
দনডোমো-রয় না, দনডোমো-রয় না,দনডোমো-রয় না
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না
কোন মন্তব্য নেই: