সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও-surjo doye tumi surjasteo tumi


 

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও-surjo doye tumi surjasteo tumi
 সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

         কথাঃ মনিরুজ্জামান মনির

                                         সুরঃ আলাউদ্দিন আলী                                 
          গানের ধরনঃ দেশের গান
 

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।


জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির কাঁকন যেন বাজে
ও—কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।।

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।


আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।।

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।। 

SEE also:

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.