তিন পাগলে হলো মেলা লিরিক্স লালনগীতি- tin pagole holo mela

 


 

  তিন পাগলে হলো মেলা

কথা ও সুরঃ লালন শাহ
গেয়েছেনঃ ফরিদা পারভীন

তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।

একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।

একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে ।।

পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.