ভয় কি মরণে রাখিতে সন্তানে লিরিক্স -voy ki morone rakhite sontan

 

 ভয় কি মরণে রাখিতে সন্তানে

ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ মুকুন্দ দাস
সুরকারঃ মুকুন্দ দাস
গেয়েছেনঃ সমবেত সংগীত
অ্যালবামঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

 

ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম।।
ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে।।
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।।

দানব দলনী হয়ে উন্মাদিনী
আর কি দানব থাকিবে বঙ্গে।।

সাজ রে সন্তান হিন্দু-মুসলমান
থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ।।
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

লইয়ে বিপদ হওরে আগোয়ান
নিতে হয় মুকুন্দেরে নিও রে সঙ্গে।।
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.