চলে যেতে যেতে দিন- লিরিক্স- chole jete jete din

 


চলে যেতে যেতে দিন বলে যায়
 
ধরনঃচলচ্চিত্র (মন নিয়ে-১৯৬৯)
গীতিকারঃ ুকুল দত্ত
সুরকারঃ হেমন্ত মুখার্জি
গেয়েছেনঃ লতা মঙ্গেশকর
অ্যালবামঃ অজ্ঞাত

চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হলো
চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হলো
হয়তো বা সব ভালো মুছে যাবে
হয়তো বা থাকবে না সাথে কেউ
ও ও ও ও...

হয়তো বা মাঝপথে পথ টাও ফুরিয়ে যাবে
চোখের জলের কথা শুনবে না কেউ
ভোরের আলোর কথা ভেবে
স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে
রাত পার হয়ে যাবো
হয়তো বা কান্নারও শেষ আছে
বুঝি আমি এসে গেছি কিনারায়
ও ও ও ও...

একদিন মাঝরাতে রাত টাও ফুরিয়ে যাবে
খুশির বন্যা এসে ভাসাবে আমায়
আলোর জোনাকি জ্বেলে জ্বেলে
স্বর্গ আমার সাজাতে সাজাতে
রাত পার হয়ে যাব।

চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হলো
চলে যেতে যেতে দিন বলে যায়।

Chole Jete Jete Din Bole Jay Lyrics - Arijit Singh


Chole jete jete din bole jaay
Andharer seshe vor hobe
Hoytoh pakhir gane gane
Tobu keno mon udas holo
Hoytoh ba sob bhalo muchhe jaabe
Hoytoh ba thakbe na sathe keu

Hoytoh ba majhpothe poth tao furiye jaabe
Chokher joler kotha shunbe na keu
Vorer alor kotha vebe
Swapno diye sajate sajate
Raat paar hoye jaabo
Hoytoh ba kannar sesh achhe
Bujhi aami ese gechhi kinaray

Ekdin majhrate raat tao furiye jaabe
Khusir bonya ese vasabe amay
Alor jonaki jele jele
Swargo amar sajate sajate
Raat paar hoye jaabo.
 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.