হায়রে মানুষ রঙ্গীন ফানুস- haire manush rongin

 

হায়রে মানুষ রঙ্গীন ফানুস- haire manush rongin
 হায়রে মানুষ রঙ্গীন ফানুস

গীতিকারঃ সৈয়দ শামসুল হক
সুরকারঃ আলম খান
গেয়েছেনঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ বড় ভালো লোক ছিল

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।।

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস।।

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ

 

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.