কে যেন গো ডেকেছে আমায়- লিরিক্স- ke jeno go dekeche amay


কে যেন গো ডেকেছে আমায়- লিরিক্স- ke jeno go dekeche amay

কে যেন গো ডেকেছে আমায় 

ধরনঃচলচ্চিত্র (মনিহার- ১৯৬৫)
গীতিকারঃ ুকুল দত্ত
সুরকারঃ হেমন্ত মুখার্জি
গেয়েছেনঃ লতা মঙ্গেশকর/ হেমন্ত মুখার্জি
অ্যালবামঃ অজ্ঞাত


কে যেন গো ডেকেছে আমায়কে যেন গো ডেকেছে আমায়মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়?কে যেন গো ডেকেছে আমায়
মরমিয়া, মরমিয়ামরমিয়া কেন লাগে না যে ভালো লাগে না?লাগে না যে ভালো লাগে নাফাগুন কেন ভালো লাগে না?ফাগুন কেন ভালো লাগে না?ফাগুন আগুন লাগেমন কোনো কাজে লাগে নাফাগুন আগুন লাগেমন কোনো কাজে লাগে নাকি করিতে কি যে হয়ে যায়
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়?কে যেন গো ডেকেছে আমায়
দরদিয়া বলো, দরদিয়া বলো, বলো, বলোদরদিয়া, দরদিয়া বলো, বলো, বলো, বলোসে কি এলো, সে কি এলো না?সে কি এলো, সে কি এলো না?এলো না কেন বোঝে না যে মনএলো না কেন বোঝে না যে মনমন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?পথপানে চেয়ে দিন যায়
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়?কে যেন গো ডেকেছে আমায়
   

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.