কেন কিছু কথা বলো না- keno kichu kotha bolo na

 

 কেন কিছু কথা বলো না
 
ধরনঃ আধুনিক
গীতিকারঃ সলিল চৌধুরী
সুরকারঃ সলিল চৌধুরী
গেয়েছেনঃ লতা মঙ্গেশকর
অ্যালবামঃ অজ্ঞাত
 
কেন কিছু কথা বলো না
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলো না
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলোনা

যত দূর দূর থাকো
শুধু চেয়ে চেয়ে থাকো
যত দূর দূর থাকো
শুধু চেয়ে চেয়ে থাকো
সে চাওয়ায় আমার আকাশ
আমার বাতাস ভরে রাখো
একি ছলনা, একি ছলনা 
কেন কিছু কথা বলোনা

কেন কিছু কথা বলো না
না বলে যা যাও বলে
ভাষাহীনা ভাষার বেদনা
কেন কিছু কথা বলো না

যত সুর না গেয়ে গাও
যে বাঁশি প্রাণে বাজাও
যত সুর না গেয়ে গাও
যে বাঁশি প্রাণে বাজাও
সে সুরের সুরায় মদির হল যে মন
কোথায় উধাও
একি ছলনা, একি ছলনা

কেন কিছু কথা বলো না
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলো না

Keno Kichu Kotha Bolo Na Lyrics in English

Keno Kichu Kotha Bolo Na
Shudhu Chokhe Chokhe Cheye
Jaa Kichu Chawar Amar
Nile Sobi Cheye, Eki Cholona
Joto Dur Dur Thako
Shudhu Cheye Cheye Thako
Se Chaoway Amar Akash
Amar Batas Bhore Rakho
Joto Sur Na Geye Gao
Je Banshi Praane Bajao
Se Surer Suray Modir Holo Je Mon
Kothay Udhao

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.