কেন ভালবাসা হারিয়ে যায় লিরিক্স- keno valobasa hariye
ধরনঃ আধুনিক গান
গীতিকারঃ শামসুল আলম
সুরকারঃ শেখ সাদী খান
গেয়েছেনঃ সুবীর নন্দী
অ্যালবামঃ প্রেম বলে কিছু নেই
কেন ভালবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না
কেন স্বপ্ন ভেঙ্গে যায়
মানুষ কথা দিয়ে কথা রাখে না।।
আমি যারে আপন করি সে হয় আমার পর
আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘর
আমি নিজের ব্যাথাই নিজে কেন যে বুঝিনা।।
হায়রে দরদী একি তোর খেলা
কেন সুখের বদলে দিস বিষের কাঁটার জ্বালা।
আমি ব্যাথার সাগরে ডুবে প্রেমের মুক্তা খুজেছি।।
কোন মন্তব্য নেই: