"আমার গানের মালা" গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম শুধু গানই লিখেনি। তিনি অসংখ্য কবিতা, গল্প, সাহিত্য, প্রবন্ধ রচনা করেছেন। তার প্রতিটি লেখায় দেশের মানুষের চিত্র যেমন ফোটে ওঠেছে তেমনি ফোটে ওঠেছে বিদ্রোহের গর্জন।
আমার গানের মালা
ট্র্যাক শিল্পীঃ অনুপ ঘোষাল
আমার গানের মালা
আমি করবো কারে দান
আমার গানের মালা
আমি করবো কারে দান
মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমান ।
আমার গানের মালা
আমি করবো কারে দান ।।
চোখে মলীন কাজল লেখা
কন্ঠে কাঁদে কুহু কেকা
চোখে মলীন কাজল লেখা
কন্ঠে কাঁদে কুহু কেকা
কপোলে যার অশ্রু রেখা
একা যাহার প্রাণ
আমার গানের মালা
আমি করবো কারে দান ।।
শাখায় ছিলো কাঁটার বেদন
মালায় সূচীর জ্বালা
কন্ঠে দিতে সাহস না পাই
অভিশাপের মালা ।
শাখায় ছিলো কাঁটার বেদন।
******************************************
কোন মন্তব্য নেই: