আধো রাতে যদি ঘুম ভেঙে যায় lyrics bangla

কথায় আছে old is gold। কত আগের লেখা অথচ কালের বিবর্তনে কাজী নজরুল ইসলাম এর গান গুলো আজও আমাদের মনে দাগ কেটে আছে। তেমনি একটি গান " আধো রাতে যদি ঘুম ঘুম ভেঙ্গে যায়"। গানটি গেয়েছেন তালাত মাহমুদ।

আধো রাতে যদি ঘুম ভেঙে যায় lyrics bangla
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

গীতিকারঃ অনিল ভট্টাচার্য্য
সুরকারঃ নির্মল ভট্টাচার্য্য
গেয়েছেনঃ তালাত মাহমুদ
অ্যালবামঃ অজ্ঞাত

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয় ও ও
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়নে খুলে দিও

সেথা জোসনার আলোর ও খনিকা
যেনো সে তোমার প্রেমের ও মনিকা (২বার)
কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নিড় ও প্রিয় ও ও

চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

ভুলি নাই প্রিয় , ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখি
মুছি নাই প্রেমো চন্দন ও লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই প্রিয় ভুলি নাই

চৈত্র দিনের অলস ও বেলায়
যদি গান খানি মনে পড়ে হায়
ঝরালো পাতায় মর মর গানে
সেই সুরভিত শুনিয়ো

চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে রেখ মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.