মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই lyrics

বাংলা গজল আমরা যত শুনি ততোই আমাদের প্রাণকে ছুয়ে যায়। আধুনিক ডিভাইসের সাহায্যে গজল এর মাত্রাকে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করেছে। বাংলা অসংখ্য গজল থেকে বাহাই করে কাজী নজরুল ইসলাম এর অত্যন্ত জনপ্রিয় গজল "মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই" আপনাদের মাঝে তুলে ধরলাম।

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই lyrics
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই


মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে-থেকেও-মোয়াজ্জিনের-আজান-শুনতে পাই ।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র-সেই পায়ের-ধ্বনি এ-বান্দা-শুনতে-পাবে।
গোর-আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই ।।

কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত
ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত।
সেই-কোরান-শুনে-যেন-আমি-পরান-জুড়াই ।।

কত দরবেশ ফকির রে ভাই, মসজিদের আঙ্গিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে,
আমি তাদের সাথে কেঁদে কেঁদে
(আল্লার নাম জপতে চাই) ।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.