জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান লিখে গেছেন। তিনি ২৪ মে ১৮৯৯ সালে জন্ম গ্রহণ করেন। এবং ২৯ শে আগস্ট ১৯৭৬ সালে মৃত্য বরণ করেন। তাকে বাংলার বিদ্রোহী কবি বলা হয়। কারণ তার গানে, কবিতায়, সাহিত্যে ও প্রবন্ধে আছে বিদ্রোহের অনুচ্ছায়া।
মোর ঘুম ঘোরে কে এলে মনোহর
মোর ঘুম ঘোরে কে এলে মনোহর
নমো নমো নমো নমো
শ্রাবণ মেঘে নাচে নটবর
ঝম ঝম ঝম ঝম ।
শিয়রে বসি চুপি চুপ চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম নিরূপম মনোরম ।
মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর ।
হায়-নিলে-না সে-ফুল-ছি ছি-বেভুল
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে
জাগিয়া কেদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম ।।
কোন মন্তব্য নেই: