বাংলা সাহিত্যে যাকে বাদ দিলে বাংলা সাহিত্যাঙ্গণ অসম্পূর্ণই থেকে যায় তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর বিশাল
ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা
যুগের পর যুগ
ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত
বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা
করেছেন। তাই তাঁর সুবিশাল গানের ভান্ডার থেকে শ্রেষ্ঠ সংগীত
গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সাথেই থাকবেন, ধন্যবাদ । |
জন্ম | কাজী নজরুল ইসলাম এর পরিচয়
২৪ মে ১৮৯৯
চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত) |
---|
মৃত্যু | ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) ঢাকা , বাংলাদেশ
|
---|
মৃত্যুর কারণ | পিক্স ডিজিজ |
---|
সমাধি | ঢাকাি বিশ্ববিয়ালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ।
|
---|
জাতীয়তা
| ব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭) | ভারতীয়(১৯৪৭-১৯৭৬) বাংলাদেশী (১৯৭৬) | | | | |
|
---|
অন্যান্য নাম | (ছদ্মনাম)ঃ দুখু মিয়া |
---|
নাগরিকত্ব
| ব্রিটিশ ভারতীয় (১৮৯৯–১৯৪৭) - ভারতীয় (১৯৪৭–১৯৭৬)
- বাংলাদেশী (১৮ ফেব্রুয়ারি ১৯৭৬–২৯ অগাস্ট ১৯৭৬)
|
---|
পেশা |
- কবি
- ঔপন্যাসিক
- গীতিকার
- সুরকার
- নাট্যকার
- সম্পাদক
|
---|
উল্লেখযোগ্য কর্ম |
- চল্ চল্ চল্
- বিদ্রোহী
- নজরুল গীতি
- অগ্নিবীণা
- বাধন হারা
- ধূমকেতু
- বিশের বাঁশি
- গজল
|
---|
আন্দোলন | *বাংলার জাগরণ
|
---|
দাম্পত্য সঙ্গী | - আশালতা সেনগুপ্ত (প্রেমিলা)
- নার্গিস আসার খানম
|
---|
সন্তান | - কৃষ্ণ মুহাম্মদ
- অরিন্দম খালেদ (বুলবুল)
- কাজি সব্যসাচী
- কাজী অনিরুদ্ধ
|
---|
পিতা-মাতা | - কাজী ফকির আহমদ (পিতা)
- জাহেদা খাতুন (মাতা)
|
---|
পুরস্কার | জগত্তারিণী , স্বর্ণপদক (১৯৪৫), স্বাধীনতা পুরস্কার (১৯৭৭), একুশে পদক (১৯৭৬), পদ্মভূষণ। |
---|
|
|
আনুগত্য | ব্রিটিশ সাম্রাজ্য
|
---|
সার্ভিস/শাখা | ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী
|
---|
কার্যকাল | ১৯১৭–১৯২০ |
---|
পদমর্যাদা | হাবিলদার
|
---|
ইউনিট | ৪৯তম বাঙালি রেজিমেন্ট |
---|
যুদ্ধ/সংগ্রাম | প্রথম বিশ্বযুদ্ধ। |
---|
কোন মন্তব্য নেই: