বাংলা সাহিত্যে যাকে বাদ দিলে বাংলা সাহিত্যাঙ্গণ অসম্পূর্ণই থেকে যায় তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর বিশাল ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন। তাই তাঁর সুবিশাল গানের ভান্ডার থেকে শ্রেষ্ঠ সংগীত গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সাথেই থাকবেন, ধন্যবাদ।
খেলিছ এ বিশ্ব লয়ে
ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ অনুপ জালোটা
খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছেরাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।
কোন মন্তব্য নেই: