কালো মেয়ের পায়ের তলায় লিরিক্স-kalo meyer payer

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিখ্যাত কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, গিতিকার প্রভৃতি।১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম।

কালো মেয়ের পায়ের তলায় লিরিক্স-kalo meyer payer
                              
                   কালো মেয়ের পায়ের তলায়
কথা ও সু্রঃ কাজী নজরুল ইসলাম

কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।

(তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন।।

কালো মায়ের আঁধার কোলে
শিশু রবি শশী দোলে
(মায়ের) একটুখানি রূপের ঝলক

স্নিগ্ধ বিরাট নীল–গগন।।
পাগলী মেয়ে এলোকেশী

নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায়

লীলার রে তার নাই কো শেষ।
সিন্ধুতে মা’র বিন্দুখানিক

ঠিকরে পড়ে রূপের মানিক
বিশ্বে মায়ের রূপ ধরে না

মা আমার তাই দিগ্‌–বসন।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.