হেরা হতে হেলে দুলে লিরিক্স-hera hote hele dule

কাজী নজরুল ইসলাম ২৪ শে মে ১৮৯৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় বহু কবিতা, গান, গজল, হামদ নাথ, গল্প, সাহিত্য, প্রবন্ধ ইত্যাদি রচনা করে গেছেন। তিনি বাংলায় প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করে গেছেন। আজ তার অসংখ্য গানের কালেকশন থেকে আপনাদের মাঝে একটি গান তুলে ধরলাম। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে

হেরা হতে হেলে দুলে লিরিক্স-hera hote hele dule
হেরা হতে হেলে দুলে

সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ খালিদ হোসেন

হেরা হতে হেলে দুলে
নুরানী তনু ও কে আসে হায়
সারা দুনিয়ার হেরেমের পর্দা
খুলে খুলে যায়
সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা।।
তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে
পর্বত জঙ্গল টলমল টলে।
খোরমা খেজুর বাদাম জাফরানী ফুল।
ঝরে ঝরে যায়।।
সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা।
আসমানে মেঘ জ্বলে ছায়া দিতে
পাহাড়ের আসু গলে ঝর্ণার পানিতে।
বিজলী চায় মালা হতে
পূর্ণিমা চাঁদ তাঁর মুকুট হতে চায়।
সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা।।
************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.