কিছু তো চাহিনি আমি- kichu to chahini ami

 

 কিছু তো চাহিনি আমি

ধরনঃ আধুনিক
গীতিকারঃ সলিল চৌধুরী
সুরকারঃ সলিল চৌধুরী
গেয়েছেনঃ লতা মঙ্গেশকর
রিলিজঃ ০১/০৩/১৯৮৭

 শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বল
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাব
বাকি দিনযামি

Report this ad

            কিছু তো চাহিনি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বল
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাব
বাকি দিনযামি
কিছু তো চাহিনি আমি

এই মন কি যে চাহে
সে তো নিজেও জানে না
তবু কিছুতে সে মানে না
তারায় তারায় দেখে শুধু
সে যে তোমার আঁখি তারা
ভুবন আমার সে যে শুধু
তোমার পথগামী

দাও না দাও না দাও না
আমার হৃদয় ভরে দাও না
নাও না আমার সবই
নাও গো নাও
আমার সকল শূন্য করে
আমি আবার যাব ভরে
সুরহীনা মনবীনা
রবে না কো থামি

কিছু তো চাহিনি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বল
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাব
বাকি দিনযামি
কিছু তো চাহিনি আমি

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.