পাখিরে তুই দূরে থাকলে-pakhire tui dure thakle

 

 
পাখিরে তুই দূরে থাকলে-pakhire tui dure thakle

পাখিরে তুই দূরে থাকলে

ধরনঃ আধুনিক
গীতিকারঃ খান আতাউর রহমান
সুরকারঃ আমীর আলী
গেয়েছেনঃ সুবীর নন্দী
অ্যালবামঃ অজ্ঞাত
 

পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকূল হয়ে
মরে যেতে চায়

পাখিরে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখিরে তুই. . .

পাখিরে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
মনে মনে তোমায় ডাকি সারাবেলা
তা কি জানো না

যদি কোনদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
একা একা রব নিরালায়
পাখিরে তুই কবে আমার
আপন হবি কিছুই জানি না

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.