তোমারই পরশে জীবন আমার লিরিক্স- tomari poroshe jIbon
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
গেয়েছেনঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ অংশীদার
তোমারই পরশে
জীবন আমার ওগো ধন্য হল
তুমি যে আমার চির আশার আলো।।
তুমি আছ সারাক্ষণ আমার প্রাণে
স্বপ্ন ভরানো মান অভিমানে।
তোমারই মমতা
আমার সকল আশা রাঙিয়ে দিল
তুমি যে আমার চির আশার আলো।।
তুমি মোর জীবনের সুখের দীতি
হয়োনা কখনও তুমি দুঃখের স্মৃতি।
আমারই সাধনা
তোমার মনের ঠাঁই খুঁজে পেলো
তুমি যে আমার চির আশার আলো।।
কোন মন্তব্য নেই: