তোমারই পরশে জীবন আমার লিরিক্স- tomari poroshe jIbon

 

তোমারই পরশে জীবন আমার

সুরকারঃ সত্য সাহা
গেয়েছেনঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ অংশীদার
 

তোমারই পরশে
জীবন আমার ওগো ধন্য হল
তুমি যে আমার চির আশার আলো।।

তুমি আছ সারাক্ষণ আমার প্রাণে
স্বপ্ন ভরানো মান অভিমানে।
তোমারই মমতা
আমার সকল আশা রাঙিয়ে দিল
তুমি যে আমার চির আশার আলো।।

তুমি মোর জীবনের সুখের দীতি
হয়োনা কখনও তুমি দুঃখের স্মৃতি।
আমারই সাধনা
তোমার মনের ঠাঁই খুঁজে পেলো
তুমি যে আমার চির আশার আলো।।

 

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.