তুমি এমনই জাল পেতেছো লিরিক্স- tumi emoni jal petecho

 

 তুমি এমনই জাল পেতেছো সংসারে

গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
সুরকারঃ খন্দকার নুরুল আলম
গেয়েছেনঃ সুবীর নন্দী
অ্যালবামঃ শুভদা
 

তুমি এমনই জাল পেতেছো সংসারে
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।

আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু’চোখে মেলে পাই না খুঁজে তারে।।

আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।

 

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.