আমি চিরকাল প্রেমের কাঙ্গাল
আমি চিরকাল প্রেমের কাঙ্গাল।
যে ডালে বান্ধি বাসা। ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল, হায়রে এমনই কপাল।।
কত জনার দেখা পাইলাম
আমার কাছে আমি রইলাম।
কারো আমি হইলাম না আপন
স্রোতে ভাসা শেওলা যেন
আমার এ জীবন
জগত জুড়ে মানুষ আছে
মনেরই আকাল, শুধু মনেরই আকাল।।
সুখের চাবি হাতে নিলা
দুখের সাথে ঘর করিলা।
বিধির বিধান না যায় রে খন্ডন
অন্তরেতে আগুন আমার
চোখেতে কান্দন
অন্তর্যামীর নিঠুর খেলা চলবে কতকাল।।
কোন মন্তব্য নেই: