চিনলি নারে চিনলি না
চিনলি নারে চিনলি না আমি কি ধন চিনলি না
সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন পাইবি না
আয় বুড়া আয় বুড়ি আয় ছুরা আয় ছুরি আয়রে দেখে যা
এই নাকের ডগায় বাঁশের লাঠির নাচন দেখে যা
[আরে এ যে সে নাচ, নাকের ডগায় বাঁশের লাঠি]
রঙ জানি ঢং জানি জান বাজি ধরি আমি হার মানি না
সব কাজেরই কাজি আমি ফাকি জানি না
খেটে খাওয়া মানুষ আমি বসে থাকা কাজ না
মহাজনে মাল গুনে বোকা জনে জাল টানে
আমি বাবাজি, (আরে) আমি বাবাজি
ওয়াজ খিজিরের শিষ্য হয়েছি
[আরে এ যে সে শিষ্য, হাহা! ওয়াজ খিজিরের শিষ্য]
ছু মন্তর ফু মন্তর, ফু মন্তর ছু মন্তর যাদুর বাঁশির ফু
আরে ডাঙ্গায় উঠে হাঙ্গর তিমি খেলবে হাডু ডু ডু ডু
(হই) মাছের রাজা মাছের রানী দেয়রে আমায় খাজনা।।
কোন মন্তব্য নেই: