দিনের আছে সূর্য বন্ধু
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
দুই নয়নের কাজল দিয়া তোমায় রাখি বান্দিয়া,
যাইতে কভু পারবা নাকো আমারে ছাড়িয়া।
হিয়ার মাঝে—-
হিয়ার মাঝে লিখা রাখলাম এই কথা না কইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
এই জীবনের কাবিন দিয়া তোমায় নেবো তুলিয়া,
এই জীবনের কাবিন দিয়া তোমায় নেবো তুলিয়া,
সোহাগ দিবা সুখ দিবা ঘরের লক্ষ্মী হইয়া।
আশায় আশায়–
আশায় আশায় আমি রইলাম তোমার সাথী হইয়া।
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
কোন মন্তব্য নেই: