কারো আপন হইতে পারলি না অন্তর

 সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তিনি বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়। তার পিতার নাম সৈয়দ আবদুল হাই। তার বাবা ছিলেন ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) অফিসার। তার পিতা গান গাইতেন আর কলেরগানে গান শুনতে পছন্দ করতেন। সেই থেকে গানের প্রতি অন্যরকম একটি আগ্রহ।

কারো আপন হইতে পারলি না অন্তর

                        কারো আপন হইতে পারলি না অন্তর

ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দিন আলী
গেয়েছেনঃ সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ প্রেম নগর


কারো আপন হইতে পারলি না অন্তর
আমার ভালবাসার শূন্য ভিটায়
কেউ বাঁধল না ঘর

ব্যথা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই,
আশার পাখি খাঁচায় বাইন্ধ্যা – আশায় দিন কাটাই ।।
আমি কাঁদিতেও পারতাম যদি
চোখের জলে পাইতাম নদী
পাইলাম বালুচর
কারো আপন হইতে পারলি না অন্তর

জ্বালা হইল গলার মালা অঙ্গার হইল মন
বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ ।।
কেউ সোহাগেরই চন্দন দিয়া
ভালবাসার বন্ধন দিয়া
নিলো না খবর

কারো আপন হইতে পারলি না অন্তর
আমার ভালবাসার শূন্য ভিটায়
কেউ বাঁধল না ঘর
কারো আপন হইতে পারলি না অন্তর

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.