ওরে নীল দরিয়া লিরিক্স- ore nil doriya

 একটি সময় ছিল বাংলা সিনেমা গান শুনার , গান গাওয়ার। বাংলা সিনেমা, সিনেমা হল এ গিয়ে পরিবার বর্গ নিয়ে দেখা। বাংলার মানুষের মনে আজও যে গান গুলো মাঝে মাঝে গেয়ে ওঠে আজ তারই একটি গান আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুগন। আশা করি খুব ভালো লাগবে।


ওরে নীল দরিয়া লিরিক্স- ore nil doriya

শিরোনামঃ ওরে নীল দরিয়া

কন্ঠঃ আব্দুল জব্বার
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মুকুল চৌধুরী
ছায়াছবিঃ সারেং বউ

ও রে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
ও রে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে
কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
নোঙর ফেলি হাটে ঘাটে
নোঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে-বন্দরে
আমার-মনের-নোঙর-পইড়া-রইছে, হায় রে,

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.