আমি কি তোমায় খুব বিরক্ত করছি
গেয়েছেনঃ পালমা মজুমদার
লিরিচিস্টঃ অনুপম রায়
মুভিঃ দৃষ্টিকোণ
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?
বলে দিতে পারো তা আমায়।
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেনো লেগে থাকি একটা কোণায়!
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?
বলে দিতে পারো তা আমায়।
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেনো লেগে থাকি একটা কোণায়!
তুমি বলে দিতে পারো তা আমায়,
চিঠি লিখবো না এই ঠিকানায়।
আমারো তো মন ভাঙে চোখে জল আসে,
আর, অভিমান আমারো তো হয়।
অভিমান আমরো তো হয়।।
যদি এই মুঠো ভরা শিউলিফুল,
যদি ঐ খুলে রাখা কানের দুল।
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে-
সম্মতি দাও আমি যাই ছেড়ে….
এতো কথা বলি পাখি হয়ে উড়ে যায়
সব তোমাকে ছুঁতে পারে না।
এতোবার আসা যাওয়া একি পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়েনা!
এতো কথা বলি পাখি হয়ে উড়ে যায়
সব তোমাকে ছুঁতে পারে না।
এতোবার আসা যাওয়া একি পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়েনা!
তাহলে কী আমি কেউ নই?
যেনো অজানা ভাষায় লেখা বই।
আমারো তো মনে হয়; মাঝে মাঝে ছুঁয়ে দেখি।
সুযোগ টা পাচ্ছি কই?
আমি সুযোগ টা পাচ্ছি কই?
যদি এই মুঠো ভরা শিউলিফুল,
যদি ঐ খুলে রাখা কানের দুল।
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে-
সম্মতি দাও আমি যাই ছেড়ে
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?
Ami Ki Tomay Khub Birokto korchi
Bole dite paro ta amai.
Hoytoh amar kono proyojon nei,
Ami lege thaki ekta konai.
Tumi bole dite paro ta amay
Chithi likhbo na oi thikanai.
Amar oh toh mon bhange
Chokhe jol asey
Arr Obhiman amaro toh hoy.
কোন মন্তব্য নেই: