বাংলা ইসলামিক গজল ও হামদ নাতে আপনাদের স্বাগতম। সু প্রিয় বন্ধু গণ আপনাদের মাঝে নতুন নতুন গজল, হামদ নাত পরিবেশনা করে নিজেকে খুব ধন্য মনে হয়। মনে হচ্ছে এই অধম আপনাদের তথা সাড়া বিশ্ববাসীর নিকট ইসলামের ছোট একটি বিষয় তুলে ধরছি। যদিও আমি ইসলামের বিন্দু পরিমাণ ও কিছু বুজিনা। তবুও নতুন নতুন গজল, হামদ নাত হতে পারে আল্লাহর এক একটা মেসেজ।
হারিয়ে যাব একদিন
কথা ও সুরঃ আমিনুল ইসলাম মামুন
শিল্পীঃ মাহফুজুল আলম (রহঃ)
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা এ ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা এ ভুবনে চির দিন
ক্ষমা করে দিও তোমরা আমায়
ক্ষমা করে দিও তোমরা আমায়
ভুল করে থাকি যদি কোনদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা এ ভুবনে চিরদিন।।
বাঁশ বাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবেনা জানি কোনো খবর
বাঁশ বাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবেনা জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা
ফেলবে কি অশ্রু কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা এই ভুবনে চির দিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জালবে
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাবো একাকী রাত্রি দিন।।
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চিরদিন।।
কোন মন্তব্য নেই: