নদীর এ পাড় ভাংগে ও পার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সু প্রিয় বন্ধুগণ আজ আপনাদের মাঝে নদী নিয়ে অসাধারণ একটি গজল তুলে ধরব। আশা করি বেশ ভাল লাগবে।
ও নদীরে তুই ভাংলি আমার ঘর
শিল্পীঃ সাদমান সাকিব
কথা ও সুরঃ সিয়াম আল হাসান
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে
করতাম কতগুনো গান তোর
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর
তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘর
ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর
ভাবলিনা তুই আমার কথায় হায়,
অশ্রু এসে দুচোখ ভরে যায়
আমিতো ভাবিনি তোকে পড়,
বাঙালি আমার ঘর,তুই করলি আমায় পর
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
আপন বলে ভেবে ছিলাম, আসুক যত ঝড়,
তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর
কিন্তু এমন করলি কেন বল,
আমার সাথে করলি বড় ছল
আমি তো ভাবিনি তোকে পর,
বাঙালি আমার ঘর, তুই করলি আমায় পর
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে
করতাম কতগুনো গান তোর
ভাংগি আমার ঘর, তুই করলি আমায় পর
ভাংগি আমার ঘর, তুই করলি আমায় পর
কোন মন্তব্য নেই: