এসো বাংলাকে ভালোবাসি
আমি দেখিনি বায়ান্নর ভাষা যুদ্ধ
শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস
আমি দেখিনি একাত্তরের যুদ্ধ
দেখিনি মুক্তির জয় উল্লাস।
আমি শুনেছি রবী-নজরুলের গান
শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ।
জাগো দেশবাসী, ভুলে রেশারেশি
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
চেতনা উঁকি দেয় শহীদের স্বপ্ন
সুখ শান্তি ধারায়,
যেতে হবে বহুদূর চলো যাই এগিয়ে
নব-সম্ভাবনায়।
তুমি দুঃখ করোনা, ও বাংলা মা,
শত্রু তোমার বুকে ঠাই পাবে না,
জাগো দেশবাসী, ভুলে রেশারেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
অন্ন-বস্ত্র, শিক্ষা-চিকিৎসা,
এ আমার অধিকার,
শান্তির জয় হোক, দুর্নীতি দূর হোক,
এখনই সময় তার,
তুমি ভাবনা করো না, ও বাংলা মা,
বীর বাঙালী পরাজিত হবে না।
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
কোন মন্তব্য নেই: