"মোর বীণা ওঠে কোন সুরে বাজি" গানটি একটি রবীন্দ্র সংগীত গান। এর গীতিকার হলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। এবং গানটি গেয়েছেন লুপামুদ্রা মিত্র।
মোর বীণা ওঠে কোন সুরে বাজি ধরনঃ রবীন্দ্র সংগীত
লিরিক্সঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেনঃ লুপামুদ্রা মিত্র
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলেরও হৃদয়স্পন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে,
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপূঞ্জে,
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে,
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপূঞ্জে,
কার পদপরশন-আশা
তৃণে তৃনে অর্পিল ভাষা,
কার পদপরশন-আশা
তৃণে তৃনে অর্পিল ভাষা।
সমীরণ বন্ধনহারা
উন্মন কোন বনগন্ধে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
মম অন্তর কম্পিত আজি
নিখিলেরও হৃদয়স্পন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
**************************************************************
লিরিক্সঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেনঃ লুপামুদ্রা মিত্র
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলেরও হৃদয়স্পন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে,
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপূঞ্জে,
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে,
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপূঞ্জে,
কার পদপরশন-আশা
তৃণে তৃনে অর্পিল ভাষা,
কার পদপরশন-আশা
তৃণে তৃনে অর্পিল ভাষা।
সমীরণ বন্ধনহারা
উন্মন কোন বনগন্ধে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
মম অন্তর কম্পিত আজি
নিখিলেরও হৃদয়স্পন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
কোন নব চঞ্চল ছন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
কোন মন্তব্য নেই: